28.2 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » আব্দুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

আব্দুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

আব্দুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

বিএনএ, ঢাকা : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার সংসদীয় আসন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক গেজেটে বুধবার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আসন শূন্য হওয়ার পর এখন ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন (ইসি)। আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তী জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। গত ১২ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ