28 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - মার্চ ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আজ বিশ্ব পানি দিবস

আজ বিশ্ব পানি দিবস

আজ বিশ্ব পানি দিবস

বিএনএ,ডেস্ক: পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য সারা বিশ্বে প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’ পালন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশেও বিশ্ব পানি দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য- ‘হিমবাহ সংরক্ষণ, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে’।

জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

পানীয়জল বলে সহজে চেনা খাওয়ার পানির দুশ্চিন্তায় থাকতে হয় চট্টগ্রাম নগরীর বসবাসরত ৭০ লাখ মানুষকে। ঘরে–বাইরে পানির জন্য রীতিমতো লড়াই করতে হয় প্রতিনিয়ত।

প্রতি বছরের মতো চলতি বছরও শুষ্ক মৌসুমে যখন পানীয় জলের চাহিদা বেড়েছে, ঠিক তখনই ওয়াসার সবগুলো প্রকল্পের পানির উৎসস্থল কর্ণফুলী ও হালদা নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে সীমাহীন। যা মানব দেহের সহনীয় মাত্রার চেয়ে ৭–৮ গুণের বেশি।

যার কারণে চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন এখন দৈনিক ৭ থেকে ৮ কোটি লিটার কমে গেছে। এর ফলে নগরীর বিশাল এলাকা জুড়ে পবিত্র এই রমজানে দিনের পর দিন পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে ওয়াসার সরবরাহ করা পানিতে লবণাক্ততার পরিমাণ মানব দেহের সহনীয় মাত্রার চেয়ে ৭ থেকে ৮ গুণ বেশি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে নগরবাসী। এটি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আবদুর রব বলেন, অতিরিক্ত লবণাক্ত পানি খেলে কিডনি বিকল ও রক্তচাপ বেড়ে যেতে পারে। এছাড়া শরীরে ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য রক্ষা হবে না। বিশেষ করে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে ।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলেন, শিল্প কারখানার দূষিত তরলবর্জ্য, পয়োঃবর্জ্য ও গৃহস্থালি বর্জ্যে কর্ণফুলী–হালদাসহ চট্টগ্রামের খাল–নদী–নালাসহ প্রাকৃতিক জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া দিন দিন ভূ–গর্ভস্থ পানির স্তর নিচের দিকে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট বাড়ছে।

চট্টগ্রাম নগরীর পানির একমাত্র উৎস হচ্ছে হালদা ও কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর উভয় পাশে গড়ে উঠেছে শত শত শিল্প কারখানা। এসব শিল্পকারখানার রাসায়নিক বর্জ্যে এবং গৃহস্থালির বর্জ্যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে কর্ণফুলী ও হালদার পানি। এসব বর্জ্য এই দুটি নদীতে সরাসরি এবং শাখা খালগুলোর মধ্যদিয়ে এসে পড়ছে। এর ফলে বিশেষ করে কর্ণফুলী নদীর পানি বিপজ্জনকভাবে দূষিত হচ্ছে। আর কর্ণফুলীর পানি এসে মিশছে হালদায়। ফলে প্রাকৃতিক জলাশয়ের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

দূষিত পানিতে জনস্বাস্থ্য হুমকির মুখে । বিশ্বে প্রতি চার জন মানুষের মধ্যে এক জন নিরাপদ পানির অভাবে ভুগছে। দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। অথচ দেশে নিরাপদ পানি পৌঁছানো গেছে ৫৯ শতাংশ মানুষের কাছে। দুর্গম এলাকা, গ্রামাঞ্চল ও শহরের বস্তি এলাকায় নিরাপদ পানি সহজে পাওয়া যায় না। পানিতে জীবাণু, আর্সেনিক ও লবণাক্ততা রয়েছে। এসডিজি লক্ষ্য পূরণ করতে হলে নিরাপদ পানির জন্য এখন কমপক্ষে চার গুণ সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নদীমাতৃক বাংলাদেশে পানি এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পানি ছাড়া যেমন আমাদের জীবন অচল; তেমনি জলবায়ু ও প্রকৃতি যা আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তার স্বাভাবিক প্রবাহের জন্যও পানি অপরিহার্য। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত পানি সরাসরি পান করা গেলেও বাংলাদেশে সরবরাহকৃত পানি না ফুটিয়ে বা ফিল্টারে না দিয়ে কেউ পান করতে সাহস পান না। খাবার ও অন্যান্য পণ্যের মতোই সুপেয় পানির খরচ মেটানো কঠিন হয়ে পড়ে অনেকের জন্য। ব্যয়বহুল ফিল্টার কেনাও সবার পক্ষে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
সুন্দরবনের আগুন বন বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯দিন নাফ নদী থেকে ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলবে না: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে দেখতে গেলেন মাহমুদুল হাসান টেকনাফের হলিউড পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিকতা পেশাকে সাংবাদিক-বান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে : উপদেষ্টা মাহফুজ বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে কুরআনের সংবিধান প্রয়োজন- অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রীসহ তিনজন রিমান্ডে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু