26 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়নাতদন্তে জানা গেলো বাঘের মৃত্যুরহস্য

ময়নাতদন্তে জানা গেলো বাঘের মৃত্যুরহস্য


বিএনএ ডেস্ক:সুন্দরবনের নদীর চর থেকে উদ্ধার হওয়া বাঘের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। বার্ধক্যজনিত মৃত‌্যু হয়েছে বলে তদন্তকারীদের ধারণা।

শনিবার (২০ মার্চ) সকালে মোরেলগঞ্জের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে ময়নাতদন্ত হয়।

মোরেলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. মফিজুর রহমানসহ বন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আব্দুল কুদ্দুস জানান, বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, বাঘটি বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা গেছে। অন্তত ৫ দিন আগে মারা যাওয়ার কারণে বাঘটির অনেক অঙ্গই পচে গেছে। তারপরও গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো বনবিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। তাতে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রেঞ্জ অফিস সংলগ্ন বনে বাঘটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ