34 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

বিএনএ, ঢাকা : সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন। ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ রোববার সংসদে তুলে সেটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় এই সূচিটি প্রকাশ করেছে

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে। গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটির সময় খুব কম দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশনের আলোকে নিয়োগ করা হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ