24 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » একরামুল করিমকে বহিষ্কারের দাবিতে কাদের মির্জার অনশন

একরামুল করিমকে বহিষ্কারের দাবিতে কাদের মির্জার অনশন

একরামুল করিমকে বহিষ্কারের দাবিতে কাদের মির্জার অনশন

বিএনএ,নোয়াখালী:নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি ও ধর্মঘট শুরু করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার(২২ জানুয়ারি)সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরাম বিরোধী বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সমাবেশ থেকে ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেন আবদুল কাদের মির্জা।

কাদের মির্জা বলেন,একরাম চৌধুরী মাতাল অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে নিয়ে চরম কটুক্তি করেছেন।এরপর অনেক অপেক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরাল থেকে আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলেও বিচার পাননি বলে জানান তিনি।

এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার, জেলা কমিটি বাতিল ও নোয়াখালীর অপরাজনীতি অনিয়ম দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত তিনি বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন বসুরহাট পৌর মেয়র।

তিনি  বলেন, নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু ও নেত্রীর পরিবারের লোক।তার বিষয়ে নেত্রী চিন্তা করবেন।পরিবারের একজন অপরাধ করলে কি পুরো বঙ্গবন্ধু পরিবার দায়ী থাকবে? ওটাকে দায়ী করা যাবেনা।শয়তান সব জায়গায় ও সব পরিবারেই আছে।

সে সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ অনেকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার(২১ জানুয়ারি)রাত ১২টা ১০ মিনিটের সময় নোয়াখালী ৪-আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামি কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেন।তার এ বক্তব্যের বিরুদ্ধে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

আবার তাৎক্ষণিকভাবে ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন একরামুল করিম।এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়ে যায়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ