36 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » গৃহকর্মী রেখা ও তার স্বামীর আট দিনের রিমান্ড

গৃহকর্মী রেখা ও তার স্বামীর আট দিনের রিমান্ড

গৃহকর্মী রেখা ও তার স্বামীর আট দিনের রিমান্ড

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক) রাজধানীতে ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ এরশাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ জানুয়ারি) তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সোমবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগের বাসায় বৃদ্ধা বিলকিস বেগমকে একা পেয়ে গৃহকর্মী রেখা আক্তার তাকে লোহার রড দিয়ে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এরপর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ আনুমানিক ২১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় বিলকিস বেগমকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে যায়।

এই ঘটনায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৫টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার কাশীপুরের চিকন মাটিয়া মধ্যপাড়ায় অভিযান চালিয়ে গৃহকর্মী রেখাকে গ্রেপ্তার করা হয়। আর গৃহকর্মীর স্বামী এরশাদকে রাজধানীর উত্তর বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গৃহকর্মী রেখা এক বছরের বেশি সময় ধরে ওই বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি তার স্বামী এরশাদ দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর টাকার জন্য রেখাকে চাপ দিতে থাকেন। এরশাদের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে রেখা গৃহকত্রীকে মারধর এবং টাকা-মালামাল চুরি নিয়ে পালিয়ে যায় বলে গ্রেফতার হওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ