39 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শাহজালালে ৫ কোটি টাকা মূ‌ল্যের স্বর্ণ উদ্ধার

শাহজালালে ৫ কোটি টাকা মূ‌ল্যের স্বর্ণ উদ্ধার

শাহজালালে ৩ কোটি টাকা মূ‌ল্যের স্বর্ণ উদ্ধার

বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে প্রায় ৫ কোটি টাকা মূ‌ল্যের ৭ কে‌জি ২৯০ গ্রাম স্বর্ণ ও স্বর্ণালঙ্কার উদ্ধার ক‌রে‌ছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় আটক করা হ‌য়ে‌ছে সারোয়ার উদ্দিন না‌মের মাসকাট থেকে আগত একজন যাত্রী‌কে।
শুক্রবার (২২ জানুয়ারি) সকা‌লে স্বর্ণগু‌লো উদ্ধার ও যাত্রী‌কে আটক করা হয়।
কাস্টমস হাউস সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকেন। সকাল ১১ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং বিএস ৩২২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার মোট ৭ কে‌জির২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। বাড়ি চট্টগ্রাম জেলায়।
আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রী কে থানায় সোপর্দ করা হবে। ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছে কাস্টমস সূত্র।
বিএনএনিউজ/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ