33 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - জুন ৬, ২০২৩
Bnanews24.com
Home » টস জিতে বেটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে বেটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে বেটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এবারও টসে জিততে পারলোনা বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে ফিল্ডিংয়ে গেল তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টাইগারদের সিরিজ নিশ্চিত করতে এই ম্যাচ তাদের জিততেই হবে। আর হেরে গেলে সিরিজে ড্র করার সুযোগ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এমন সহজ সমীকরণ সামনে রেখে মাঠের লড়াইয়ে নেমেছে দু’দল।

সিরিজের প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশ না ভেঙে একই দল নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ দলের পক্ষে খেলছেন যারা : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলছেন যারা : সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনকেরুমা বোনার, রোভম্যান পাওয়েল, রায়মন রিফার, আলজারি জোসেফ, আকিল হোসেন ও কেজর্ন ওটলি।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ