20 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগ বন্ধ

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগ বন্ধ

বিমান

ঢাকা:  করোনাভাইরাসের মহামারির কারণে সৌদি আরব সরকার বিমান চলাচলে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে এক সপ্তাহের জন্য দেশটির তিন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদি সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। একসপ্তাহ পর বিমান চলাচল স্বাভাবিক হলে বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলেও জানান তাহেরা খন্দকার।

আরো পড়ুন : সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট এক সপ্তাহ বন্ধ ঘোষণা

করোনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল গত মার্চে। এরপর জুলাই মাস থেকে একে একে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সমূহ স্বল্প পরিসরে চালু করে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে।

আকস্মিভাবে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণায় বেকায় পড়েছেন সৌদি গমনকারীরা

এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের অন্যতম জনপ্রিয় রুট ঢাকা-কলকাতা-ঢাকা রুট দীর্ঘ ৮ মাস পর চালু হয়েছিল গত ১ নভেম্বর। চালুর এক সপ্তাহের মাথায় কলকাতায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়ায় এই রুটের ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ