25 C
আবহাওয়া
৬:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নওগাঁয় সাফজয়ী আইরিনকে এলাকাবাসীর সংবর্ধনা

নওগাঁয় সাফজয়ী আইরিনকে এলাকাবাসীর সংবর্ধনা

নওগাঁয় সাফজয়ী আইরিনকে এলাকাবাসীর সংবর্ধনা

বিএনএ, নওগাঁ: নওগাঁয় এলাকাবাসীর সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ দলের খেলোয়াড় আইরিন খাতুন। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের তথা এলাকার সুনাম অর্জন করায় এলাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা উপলক্ষে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলা শেষে আইরিন খাতুনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সহ এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া স্থানীয় সমাজসেবক ও ক্রীড়া সংগঠক পারভেজ আরেফিন সিদ্দীকি জনির পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ও হাতুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এসময় আইরিনের মা ও বাবাকেও শুভেচ্ছা জানানো হয়।

আইরিন খাতুন মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের সাগরইল গ্রামের বাসিন্দা আব্দুল আলীম ও ফিরোজা বেগমের মেয়ে।

অনুষ্ঠানে স্থানীয় হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নারী ফুটবলার আইরিন খাতুন বলেন, নিজ এলাকায় তিনি একটি নারী ফুটবল দল গঠন করতে চান।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ