34 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ইংল্যান্ডকে রেকর্ড ৪০০ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

ইংল্যান্ডকে রেকর্ড ৪০০ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

ক্লাসেন-ইয়ানসেন ঝড়ে রেকর্ড সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

বিএনএ, স্পোর্টস ডেস্ক: তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচটি হারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা হারে নেদারল্যান্ডসের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড পয়েন্ট হারায় আফগানিস্তানের কাছে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মুম্বাইয়ে মুখোমুখি হয়েছে দুই দল।

হেনরিক ক্লাসেনের ৬১ বলের সেঞ্চুরির সঙ্গে মাক্রো ইয়ানসের ঝড়ে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা। এটি ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ৩৯৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। ২০১৫ সালে সে ম্যাচটি বৃষ্টি আইনে ১৩ রানে হেরেছিল ইংলিশরা।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। রিস টপলের করা ইনিংসের প্রথম বলে চার দিয়ে রানের খাতা খুললেও দ্বিতীয় বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফর্মে থাকা ব্যাটার কুইন্টন ডি কক। নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমার জায়গায় একাদশে জায়গা পাওয়া রেজা হ্যানড্রিক্স তিনে নামা ফন ডার ডুসেনের সঙ্গে ১২১ রানের জুটিতে দলকে টেনে তোলেন। অর্ধশতক করে ডুসেন ৬০ রানে আউট হলে ভাঙে এই জুটি।

এরপর এইডেন মারক্রামের সঙ্গে রেজার ৩৯ রানের জুটি। সেঞ্চুরির কাছে গিয়েও রেজা আউট হন ৮৫ রানে। ৭৫ বলে ৯টি চার ও ৩টি ছয় মারেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক মারক্রাম করেন ৪২ রান। এরপর ডেভিড মিলার ৫ রানে থামলেও রানের গতি কমতে দেননি ক্লাসেন।

আরও পড়ুন: বাংলাদেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ইসরাইল

মাক্রো ইয়ানসেনকে সাথে নিয়ে তাণ্ডব চালান তিনি। কম যাননি ইয়ানসেনও। দুই ব্যাটার দুই প্রান্ত থেকে আগ্রাসী ব্যাট করেন। ইংল্যান্ডের বোলারদের দুরমুশ করে মাত্র ৭৮ বলের জুটিতে দুজন যোগ করেন ১৫১ রান। এই জুটির মাঝে মাত্র ৬১ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লাসেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ