25 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাজেকে লাইসেন্স-ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

সাজেকে লাইসেন্স-ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

সাজেকে লাইসেন্স-ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে লাইসেন্স বিহীন অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। দুর্ঘটনা রোধে এমন যানবাহন পরীক্ষা করছে বলে জানা গেছে।

সুত্রে জানা গেছে, গত বুধবার সাজেক সড়কে দুর্ঘটনায় একজন পর্যটকের মৃত্যু ও পাঁচজন আহত হন এবং বৃহস্পতিবার একই সড়কে দুর্ঘটনায় ১২ জন যাত্রী আহত হন। এরপরেই টনক নড়ে প্রশাসনের।
সাজেকে লাইসেন্স-ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে মেঘের রাজ্য সাজেক সড়কে চলাচল করা সকল যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স যাচাই-বাছাই শুরু করেছে সেনাবাহিনী। এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে গতিসীমা সর্বোচ্চ ৪০ কি.মি করা যাবে।

সরেজমিনে দেখা গেছে, এমন অভিযানের কারণে সাজেক সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই না, সাজেক সড়কে আরও দুর্ঘটনা হউক।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে এমন যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়মিত রাখার জন্য দাবি জানান।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ