28 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » খাদ্যশস্য উৎপাদনে চীনের নতুন রেকর্ড

খাদ্যশস্য উৎপাদনে চীনের নতুন রেকর্ড

China-cultivation

বিএনএ, বিশ্বডেস্ক : করোনার মধ্যেও চীনে বিপুল পরিমাণে খাদ্যশস্য উৎপাদন অব্যাহত ছিল। এ সময়ে খাদ্য শস্যের প্রবৃদ্ধি হয়েছে ২৯৬ কোটি কেজির বেশি।

সম্প্রতি চীনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের কৃষি ও গ্রামাঞ্চলের অর্থনীতি চালু ছিল। চলতি বছর খাদ্যশস্য উত্পাদনের পরিমাণও নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দেশে গ্রীষ্মকালীন খাদ্যশস্যের প্রবৃদ্ধি হয়েছে ২৯৬ কোটি কেজির বেশি। এই পরিমাণ টানা সাত বছরে বার্ষিক খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ ৬৫০ বিলিয়ন কেজির চেয়েও বেশি হয়েছে।

এ বছরের প্রথম নয় মাসে কৃষকদের আয়ও দ্রুত বেড়েছে। তাদের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১৩ হাজার ৭২৬ ইউয়ান। প্রবৃদ্ধির হার ১১.২ শতাংশ।

চীনে  গ্রামীণ পণ্য বিক্রির পরিমাণ ৪ ট্রিলিয়ন ২১৬ বিলিয়ন ৯০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬ শতাংশেরও বেশি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ