30 C
আবহাওয়া
৬:২৬ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত এক


বিএনএ, রাঙামাটি : বাঘাইছড়িতে বালি ভর্তি ট্রাক উল্টে সাজ্জাদ হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (৯ মে) বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বালু নিয়ে আসা ট্রাকটি বাঘাইছড়ির ৯ কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পরে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই  ট্রাক চালক পালিয়ে যায়।

নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি রাবার বাগান গ্রামের মৃত মো: আজাদ উদ্দিনের ছেলে বলে পুলিশ জানান।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ও মরদেহের আইনি প্রক্রিয়া  শুরু হয়েছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ