ঢাকা: জিলানী কমপ্লেক্স বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কেন্দ্রীয় ঈদে-মিলাদুন্নবী(দ.) কমিটির উদ্যেগে শনিবার(২২জুলাই) সকাল ১০টায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ‘ইউনিটি অব মুসলিম ওর্য়াল্ড’ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হবে।
কনফারেন্সের উদ্বোধন করবেন ব্রুনাই দারুস সালাম এর ঢাকায় নিযুক্ত হাইকমিশনার আলহাজ্ব হারিস বিন ওসমান।
এতে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী এমপি।
সভাপতিত্ব করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর(অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন।
মূল প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল মারুফ আজহারী।
জিলানী কমপ্লেক্স বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যক্ষ আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল্ কাদেরী ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং গুণীজন সংবর্ধনায় ইসলামী চিন্তাবিদ ও দেশপ্রেমিক নাগরিকদের অংশ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
বিএনএনিউজ২৪, এসজিএন