34 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিধ্বস্ত, পাইলট নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি যুদ্ধ বিমান মিগ-২১ ভারতের পাঞ্জাব রাজ্যের মোগার কাছে বিধ্বস্ত হয়েছেয় পাইলট অভিনব চৌধুরী নিহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার দিকে আইএএফ-এর মিগ-২১ সুরাটগড় থেকে রুটিন মিশন পরিচালনা কালে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পর আইএএফ টুইট করে জানায়, রাতে পশ্চিম সেক্টরে আইএএফের একটি বাইসন বিমানে একটি দুর্ঘটনা ঘটে। এ সময় পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী মারাত্মক আহত হন।

টুইটে আরও বলা হয়, আইএএফ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

আইএএফ পাইলট অভিনব চৌধুরী ভারতের উত্তর প্রদেশের মিরাটের গঙ্গানগরের বাসিন্দা ছিলেন।
এদিকে, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এটি চলতি বছরে তৃতীয় মিগ-২১ বিমানের দুর্ঘটনা। রাজস্থানের সুরাটগড়ের কাছে মিগ-২১ বিধ্বস্ত হওয়ার প্রথম ঘটনাটি জানুয়ারিতে ঘটেছিল। সেই দুর্ঘটনায় পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছিল।
মার্চ মাসে ভারতের মধ্যাঞ্চলের একটি বিমানঘাঁটিতে দ্বিতীয় মিগ-২১ দুর্ঘটনাটি ঘটেছিল এবং এতে আইএএফ-এর এক গ্রুপ ক্যাপ্টেন নিহত হন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ