18 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে ছাদে যাত্রী নিয়েই চলল ট্রেন

অবশেষে ছাদে যাত্রী নিয়েই চলল ট্রেন

ট্রেন

বিএনএ ডেস্ক: ঈদুল ফিতর সামনে রেখে এ বছরের ঈদযাত্রা খানিকটা ব্যতিক্রমই যাচ্ছিল। ঈদের ছুটির দ্বিতীয় দিনে হঠাৎ করেই বদলে গেল ট্রেনযাত্রার দৃশ্যপট। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্বাচ্ছন্দেই চললেও পাল্টে যায় রাতের চিত্র। গাদাগাদি করে ট্রেনের ছাদেও উঠে যায় মানুষ। ট্রেনের ভেতরেও যেন তিল ধারনের ঠাঁই নেই। ট্রেন আসার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। অনেক চেষ্টা করেও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে পারল না কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। উঠতে থাকে ট্রেনের ছাদে। পুলিশ এক দিক থেকে নামিয়ে দিলে আরেক দিক দিয়ে উঠতে থাকে। একই অবস্থা দেখা যায় কুড়িগ্রাম এক্সপ্রেসেও।

এ দিন দু-একটা ট্রেন ছাড়া তেমন কোনো শিডিউল বিপর্যয় ছিল না । রাত পর্যন্ত প্রায় সঠিক সময়ই ছাড়ছে ট্রেন।

তবে ঈদযাত্রায় টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে আজও কঠোর অবস্থান দেখা গেছে। গতদিনের মতো আজকেও কমলাপুর রেলস্টেশনে ঢুকতে তিন ধাপে টিকিট চেক করা হচ্ছে। টিকিটের সাথে চেক করা হচ্ছ এনআইডি। টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরেও কিছু মানুষ ফাঁকি দিয়ে ঢোকার চেষ্টা করছে।

টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে কতৃপক্ষ। তবে ট্রেন ছাড়ার পূর্বমূহুর্তে কাউন্টারে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছে রেলওয়ে। স্ট্যান্ডিং টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ