37 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিশ্ব বন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে বিশ্ব বন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে ‘উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বন বিভাগ থেকে এক র‍্যালি বের হয়ে বৃক্ষরোপণের পর রাঙামাটি বন অঞ্চলের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা অপরিসীম। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ। এটি অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই প্রত্যেকেরই উচিত নিজ নিজ উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো।

অনুষ্ঠানে জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বন কর্মকর্তা মোঃ সোহেল রানা।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ