25 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » যমুনার তীরে মিললো মৎস্য কর্মকর্তার লাশ

যমুনার তীরে মিললো মৎস্য কর্মকর্তার লাশ


বিএনএ ডেস্ক:সিরাজগঞ্জে যমুনা নদীর তীর থেকে মৎস্য কর্মকর্তা ফারহানা নাজনীনের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফারহানা নাজনীন সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. হামীম জানান, বিকেলে শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর তীরে ফারহানার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। তার দেহের অর্ধেকাংশ পানিতে আর অর্ধেক সিসি ব্লকের ওপরে ছিল।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, মৎস্য কর্মকর্তা ফারহানার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার জুতা ও হ্যান্ডব্যাগ নদীর পাড়ে শুকনো জায়গায় ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি কীভাবে মারা গেলেন, তার তদন্ত করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার।

Loading


শিরোনাম বিএনএ