29 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » অবৈধ সম্পদ:পাপিয়া দম্পতির বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মে

অবৈধ সম্পদ:পাপিয়া দম্পতির বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মে

পাপিয়া দম্পতি

বিএনএ, আদালত প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে দায়ের করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২১ মার্চ) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য,২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মোট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্টুরেন্ট (খাবার), রেস্টুরেন্ট (মদ), স্পা, লন্ড্রি, মিনি বার ফুড, মিনি বার বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া। ওই সময়ে ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

এর আগে ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার অন্যরা হলেন-পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

গ্রেফতারের দিন রাতেই নরসিংদীর বাসায় এবং ২৩ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়।অভিযানে প্রচুর পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করার ঘটনায় শেরেবাংলা থানায় করা একটি অস্ত্র মামলায় বিচারকার্য শেষে পাপিয়া দম্পতির বিশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএনএ নিউজ/এসবি,জেবি

Loading


শিরোনাম বিএনএ