26 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » পারকি সৈকতে বেলার সচেতনতা ক্যাম্পেইন

পারকি সৈকতে বেলার সচেতনতা ক্যাম্পেইন


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র উদ্যোগে দৈনন্দিন জীবনে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিন ব্যাপী বীচ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এ সচেতন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান ও বীচ কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ্।

এসময় বেলার সমন্বয়ক মনিরা পারভীন, ফিল্ড অফিসার ফারমিন এলাহী, এ্যাকাউন্টস অফিসার তমিজ উদ্দিন আহমেদ ও স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, মানবজমিন প্রতিনিধি রিয়াদ হোসেন ও ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বারশত ইউনিয়ন পরিষদ। এসময় বীচে আগত পর্যটকদের দৈনন্দিন প্লাস্টিক ব্যবহার ও সৈকত এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হয়।

বিএনএ/ নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ