29 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের রাহাত

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের রাহাত


বিএনএ, বিশ্বডেস্ক : কুয়েতে ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৩ বছরের গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশি হাফেজ আবু রাহাত। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে হোটেল রেজিন্সির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

দেশটির আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনূর্ধ্ব-১৩ গ্রুপে ‘তরুণদের জন্য পবিত্র কোরআন সম্পূর্ণরূপে মুখস্থ’ শাখায় তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মান অর্জন করেন।

তার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল আজিজ মাজিদ, বিচারকের দায়িত্বে থাকা মিশরের ড. ফুয়াদ আবদুল মাজিদ, শায়েখ ড. জিবরিল, শায়েখ জায়েদ ।

ধর্ম মন্ত্রণালয় তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞরা বিচারকের দায়িত্ব পালন করেন।

আবু রাহাতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামে। সে রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

এর আগে ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২০ পিএইচপি কোরআনের আলোয়’  প্রথম স্থান অধিকার করেন হাফেজ আবু রাহাত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ