34 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মুম্বাইকে হারিয়ে শীর্ষে চেন্নাই

মুম্বাইকে হারিয়ে শীর্ষে চেন্নাই


বিএনএ,স্পোর্টসডেস্ক : আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। রোববার( ১৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।এই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল ধোনির দল।

চেন্নাই আগে ব্যাট করে ১৫৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় মুম্বাইকে। এই লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সমর্থ  হয় মুম্বাই।
পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে ৩ উইকেট হারায় মুম্বাই।তিন উইকেটের মধ্যে দুটিই নেন দীপক চাহার।একটি নেন শারদুল।এরপর ডিজে ব্রাভোর বোলিং তান্ডবে নিয়মিত উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে কাইরণ পোলার্ডের দল। ব্যাট হাতে একাই লড়াই করে ৪০ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি।ব্রাভো ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

এরআগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে চেন্নাই।

শুরুতে ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনের তোপে পাওয়ার প্লেতে মাত্র ২৪ রানে ৪ উইকেট হারায় ধোনির দল। দলের এমন বির্পযয়েও সাবলীল ব্যাটিং করতে থাকে রুতুরাজ গাইকদ।এরপর ব্যাট করতে নামা রবীন্দ্র জাদেজাকে নিয়ে শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দেন দেন রুতুরাজ।এরফাঁকে নিজের অর্ধশত রানও করে ফেলেন এই ২৪ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ১০৫ রানের মাথায় ৩৩ বলে ২৬ রান করা জাদেজা আউট হয় বুমরার বলে। ভাঙ্গে ৮১ রানের জুটি ।

এরপর শুরু হয় রুতুরাজ ও ব্রাভোর তাণ্ডব। রুতুরাজ-ব্রাভোর আসল তোপের মুখে পড়েন বোল্ট। ইনিংসের ১৯তম ওভারটি করতে এসে তিন ছয় ও এক চারের মারে ২৪ রান খরচ করে বসেন বোল্ট। যেখানে ছক্কা তিনটিই হাঁকান ব্রাভো। বুমরাহর বলে শেষ ওভারে আউট হওয়ার আগে ৮ বলে ২৩ রান করেন ব্রাভো। আর ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৮৮ রানে অপরাজিত থাকেন রুতুরাজ।

রবিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ