31 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ৭ দাবিতে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

৭ দাবিতে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ


বিএনএ,ঢাবি :সাত দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা । মঙ্গলবার (২০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন । অবরোধের কারণে ওই এলাকার সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

পরে বেলা সোয়া ১২টা নাগাদ প্রায় ১০ জনের মতো শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান।

সাত দফা দাবিগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

২.যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. সকল বিষয়ে পাস করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন প্রোমোটেড হচ্ছেন।সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।
৪. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ তিন মাস (৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।

৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক অভিভাবক কে/কারা? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে? তা ঠিক করে দিতে হবে।

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান গণমাধ্যমকে জানান,  ‘শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে এখানে অবরোধ করেছেন। আমরা তাদের দাবি-দাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষার্থীদের বলেছি জনভোগান্তি এড়াতে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য।
বিএনএ/ ওজি/ এইচ এইচ।

Loading


শিরোনাম বিএনএ