27.6 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - মে ২০, ২০২৫
Bnanews24.com
Home » জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া

জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া


বিএনএ, ঢাকা : জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়েছেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে তিনটার দিকে তার মুক্তি মেলে।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার মোছা কাওয়ালিন নাহার খবরটি নিশ্চিত করেছেন।

কাশিমপুর মহিলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হয়েছেন। এর আগে দুপুরের মধ্যেই তার মুক্তি সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।

এর আগে সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন।

রোববার ঢাকায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিলো আদালত।

গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল।

তবে তার আটকের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাত ১টার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বুধবার শুরু হচ্ছে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনের নামে নতুন গেজেট গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা রাজশাহীর দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার গত ১৫ বছর দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট ২৩ ঘন্টা পর ভেসে উঠলো শঙ্খনদীতে নিখোঁজ যুবকের মরদেহ