বিএনএ, ঢাকা : জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়েছেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে তিনটার দিকে তার মুক্তি মেলে।
ওই কারাগারের সিনিয়র জেল সুপার মোছা কাওয়ালিন নাহার খবরটি নিশ্চিত করেছেন।
কাশিমপুর মহিলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হয়েছেন। এর আগে দুপুরের মধ্যেই তার মুক্তি সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।
এর আগে সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন।
রোববার ঢাকায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিলো আদালত।
গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল।
তবে তার আটকের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিলো।
বিএনএনিউজ/এইচ.এম।