25 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায়  গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আনোয়ারায়  গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মীম

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কবিরাজি চিকিৎসার জন্য বৈদ্যর কাছে যাওয়ার পথে  এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আব্দুর রহিম (৪০) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) রাত আড়াইটার দিকে উপজেলার বটতলী হলুদিয়া পাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সেই গৃহবধূ ও তার ননদ কর্নফুলী মইজ্জ্যারটেক এলাকার ভাড়াটিয়া এক মহিলাকে নিয়ে পশ্চিম তুলাতলীতে এক বৈদ্যের কাছে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে বটতলী হলুদিয়াপাড়া গ্রামের একটি সেচ পাম্পের ঘরে গ্রেপ্তারকৃত আব্দুর রহিম এবং তার সহযোগী ৫জন মিলে ওই ধর্ষণ করে। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত আবদুর রহিমকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে হলুদিয়া পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ