16 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,যে বা যারাই চাঁদাবাজি করুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে। আমার নামে যে চাঁদাবাজি করতে গিয়েছিল, তাকে অস্ত্রসহ ধরা হয়েছে।

শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন। আইনের চোখে সবাই সমান। যে অপরাধ করবে তাকেই পেতে হবে শাস্তি।  আমার নামে চাঁদাদাবির বিষয়টি শোনার পরই ব্যবস্থা নেয় র‌্যাব। যারা এ ধরনের চাঁদাবাজি করবে, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার (১৯ মে) ভোরে সবুজবাগ এলাকা থেকে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাহেদী হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। তার কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ