32 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » জালিয়াতি করে অবিবাহিত সনদ তৈরী, অত:পর গ্রেপ্তার

জালিয়াতি করে অবিবাহিত সনদ তৈরী, অত:পর গ্রেপ্তার

জালিয়াতি করে অবিবাহিত সনদ তৈরী, অত:পর গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষর জাল করে ‘অবিবাহিত সনদ’ এর মেয়াদ বৃদ্ধির জন্য জেলা প্রশাসকের দপ্তরে উপস্থাপন করতে গিয়ে মোহাম্মদ আকতার (৪৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে জালিয়াতি করে অবিবাহিত সনদ তৈরি করে তা মেয়াদ বাড়ানোর জন্য জেলা প্রশাসনের কাছে উপস্থাপন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকতার চট্টগ্রামের সন্দ্বীপ থানার মাইটভাংগা আমিনখান বাড়ির শহিদুল্লাহ সর্দ্দারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের কাছে মো. কামারুল হাসানের অবিবাহিত সনদের মেয়াদ বৃদ্ধি করার জন্য উপস্থাপন করা হয়। কাগজগুলো পর্যালোচনায় করে দেখা যায়- মো. কামারুল হাসানের নামে অবিবাহিত সনদ সৃজন করে সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জাল স্বাক্ষর করা হয়েছে এবং প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করে ওই সাটিফিকেট মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে খাঁটি হিসেবে সরকারি প্রতিষ্ঠানে উপস্থাপন করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, খবর পেয়ে আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ