37 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » তিন বছর আগের ও পরের ছবি

তিন বছর আগের ও পরের ছবি

Grand Mosque during Ramadan in 3 years: From grief to relief

পবিত্র মক্কার গ্রান্ড মসজিদ। তিন বছর আগের রমজানের সময়কার ছবি ও গতকালের ছবির মধ্যে বিস্তর পার্থক্য। মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে ব্যাপকহারে ছড়িয়ে পড়লে পবিত্র হজ্ব, ওমরা পালন এবং সৌদিআরব ভ্রমণে ছিল কঠোর আইন।

হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়া ৩ বছর আগের মসজিদে ভিড়ের তুলনা করে গ্র্যান্ড মসজিদের দুটি ছবি প্রকাশ করেছেন। প্রথম ছবিটি ১৪৪১ হিজরিতে তোলা হয়েছিল এবং দ্বিতীয়টি ১৪৪৪ হিজরিতে তোলা হয়েছিল, “শোক থেকে স্বস্তির দিকে” মন্তব্য করেন।

আল-রাবিয়াহ বলেছেন: “মহামারী হ্রাসের সাথে সাথে, মুসলমানরা দ্রুত দুই পবিত্র মসজিদে ফিরে এসেছে,” দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান এবং ক্রাউন প্রিন্সের তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং সেবার জন্য তাদের আগ্রহের জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করে। .

ছবি-সৌদি গেজেট।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ