20 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পিসিএল শুরু করাচি কিংসের

গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পিসিএল শুরু করাচি কিংসের

গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পিসিএল শুরু করাচি কিংসের

বিএনএ,স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী খেলায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারিয়েছে করাচি কিংস।শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে করাচির জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ১২২ রানের জবাবে ১৩ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে সহজে লক্ষ্যে পৌঁছে যায় করাচি কিংস।

জো ক্লার্কের ব্যাটিং ও আরশাদের বোলিংয়ে দারুণ জয় পায় করাচি

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে শারজিল খানকে হারায় করাচি।হাসনাইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৪ রান করে আউট হয় এই ওপেনার।এরপর জো ক্লার্ক নেমে ঝড়ো গতিতে ব্যাট চালান। তাকে থামান ওসমান শেনওয়ারি। ভাঙ্গে বাবর আজমের সঙ্গে ৫৫ রানের জুটি। আউট হবার আগে ২৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান এই ইংলিশ ওরচেস্টারশায়ারের ব্যাটসম্যান। এরপর বাবর আজমও ফিরে হাসনাইনের বলে।শেষে নবী ও কলিন ইনগ্রামের ৩৯ রানের জুটিতে ৩৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে হার্শেল গিবসের শির্ষ্যরা।

এর আগে টস হেরে করাচির বোলিং তোপে ১৮ ওভার ২ বলে  সবকটি উইকেট হারিয়ে ১২১ রানে অল আউট হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ক্রিস গেইলের ৩৯ রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি । আরশাদ ইকবাল ৪ ওভারে ১৬ রান খরচায় ৩টি ও মাকসুদ নেন ২টি উইকেট করাচির হয়ে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ