35 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মাদকের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী 

মাদকের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী 

মাদকের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী 

বিএনএ,  কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক পাচাররোধে আইনশৃংখলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। এতে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এর কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

তিনি বুধবার(২০ জানুয়ারী) দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদকের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিজিবির চেকপোষ্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিওচিত্র প্রদর্শন এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী অভিযান দেখানো হয়।

উক্ত অনুষ্ঠানে বিজিবি’র অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর মধ্যে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেট। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শন করেন।পরিদর্শন শেষে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব ও কারিগরি শিক্ষা ভবন উদ্বোধন করেন।

বিএনএ/রেজাউল করিম,ওজি

Loading


শিরোনাম বিএনএ