28 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

চেলসি

স্পোর্টস ডেস্ক: চেলসিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে লেস্টার সিটি। এই হারের পর চেলসি ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ওপর চাপ আরও বাড়বে।

মঙ্গলবার রাতে দ্য কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোল করে লেস্টার। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দলটি শীর্ষে। দুই নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭। তারা খেলেছে ১৮টি ম্যাচ। ১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তিন নম্বরে। ১৮ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৪। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে আট নম্বরে।

চেলসি পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতে। ছয় মিনিটের সময় পোস্টের ২০ গজ দূর থেকে জাল খুঁজে নেন উইলফ্রেড এনডিডি। দ্বিতীয় গোলটি এসেছে ৪১তম মিনিটে। এবার ব্যবধান বাড়ান ম্যাডিসন। আলব্রাইটনের পাস থেকে বোকা বানান চেলসির রক্ষণকে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফেরার চেষ্টা ছিল ব্লুদের। কিন্তু দিনটা ছিল লেস্টার সিটির। বেশ কয়েকটি আক্রমণ ছিল চোখে পড়ার মতো কিন্তু ফক্সদের রক্ষণ দুর্গ ভাঙতে ব্যর্থ হলে আর ম্যাচে ফেরা হয়নি চেলসির।

বিএনএ/ এমএইচ

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ