30.3 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » বাঘাইছড়ি থেকে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু 

বাঘাইছড়ি থেকে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু 

বাঘাইছড়ি থেকে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু 

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বাঘাইছড়ির তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাঙামাটি (২৯৯ নং) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।

মঙ্গলবান (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনা শেষে বিহার প্রাঙ্গণে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মারিশ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূর আলীর সভাপতিত্বে ও মারিশ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমর কান্তি চাকমার সঞ্চালনায় মতবিনিময় সভায় নৌকার প্রার্থী দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পাহাড়ে সকল সম্প্রদায়ের সস্প্রীতি অটুট রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো. জমির হোসেন, নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ্য আর্যকীর্তি স্থবির, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, মারিশ্যা ইউনিয়নের কার্বারী আলোক বিকাশ খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তিনি আজ বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এবং বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচনী প্রচার -প্রচারণা ও মতবিনিময় সভায় অংশ নিবেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ