18 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ৩৫আফগান নারী ফুটবলার ও তাদের পরিবার এখন লন্ডনে

৩৫আফগান নারী ফুটবলার ও তাদের পরিবার এখন লন্ডনে

৩৫আফগান নারী ফুটবলার ও তাদের পরিবার এখন লন্ডনে

বিএনএনিউজ, ১৯নভেম্বর২০২১ :  ২থেকে আড়াইমাস পাকিস্তানে অবস্থানের পর অবশেষে ৩৫আফগান নারী ফুটবলার ও তাদের পরিবারের মোট ১৩০জন সদস্য এখন লন্ডনে পৌঁছেছেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান সদস্যরা। এর আগে পরে দেশটির হাজার নাগরিক ভীতসন্ত্রস্ত হয়ে বিদেশে পালিয়ে যায়। বিশেষত যারা তালেবানের হুমকির মধ্যে পড়ার সম্ভাবনা ছিল। তালেবানরা প্রথম থেকে নারীদের চাকুরি, লেখাপড়া, খেলাধুলা করার ব্যাপারে কঠোর মনোভাব পোষন শুরু করায় আফগানিস্তানের নারী খেলোয়াড়রা যে যেভাবে পারে দেশ থেকে পালাতে শুরু করে।

আরও পড়ুন :

নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করলো তালেবান

আফগান-পাক সিমান্ত দিয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়া  ৩৫আফগান নারী ফুটবলার ও তাদের পরিবারের মোট ১৩০জন সদস্য ২থেকে আড়াইমাস পাকিস্তান সরকারের আথিতেয়তায় ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এর বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তির আর্থিক সহায়তায় এ সব খেলোয়াড়দের মার্কিন সরকার বিমান ভাড়া করে যুক্তরাজ্যে পৌঁছে দেন।

বৃহস্পতিবার(১৮নভেম্বর) তারা যুক্তরাজ্যের Stansted Airport যেতে সক্ষম হন। সেখানে তারা ১০দিন কোয়ারেন্টিনে থাকবেন। এর পর তারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন বলে খবরে বলা হয়েছে। সূত্র: খামা প্রেস নিউজ এজেন্সি।

এর আগে আফগান নারী খেলোয়াড়দের আরও একটি বড় দল কাতার হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। যাদের কে যুক্তরাষ্ট্র সরকার ভাড়া করা বিমানে প্রথমে কাতার ও পরে তাদের দেশে স্থানান্তর করেছে। শরণার্থী কোটায় এ সব খেলোয়াড় এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পড়ুন আগের খবর : পাকিস্তানে পালাল আফগান নারী ফুটবলাররা

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ