26 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » মহাকাশ প্রকৌশলী থেকে পাখি বিক্রেতা!

মহাকাশ প্রকৌশলী থেকে পাখি বিক্রেতা!

মহাকাশ প্রকৌশলী থেকে পাখি বিক্রেতা!

বিএনএ ডেস্ক :  যুক্তরাজ্যে মহাকাশ প্রকৌশলীর মতো  চাকরি ছেড়ে পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এক ব্যক্তি পাখি পালন ও পাখি বিক্রি শুরু করেছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে,আব্দুল সাত্তার হুসেইন নামে এ যুবক হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পর লন্ডন সিটি এয়ারপোর্টে প্রকৌশলীর চাকরি নেন। সেখান থেকে তিনি মহাকাশ ইঞ্জিনিয়ারিং সোসাইটি অফিসে যোগ দেন।

খবরে বলা হয়, করোনাভাইরাসে শুরুতে লকডাউন চলাকালে তিনি পাখি বিক্রির দিকে মনোনিবেশ করেন। নিজ বাড়ির ছাউনিতেই তিনি পাখি পালন করেন । তার পোষা পাখির মধ্যে অন্যতম ছিল পাকিস্তানি টিয়াপাখি। এরই মধ্যে আব্দুল সাত্তার মহাকাশ অফিসের চাকরি ছেড়ে দেন। তিনি অনলাইনে পাখি বিক্রি শুরু করেন।

পাখি পালন ও বিক্রির জন্য তিনি বড় বাগানের  নতুন এক বাড়ি নেন।শুধু টাকার জন্য আব্দুল সাত্তার পাখি পালন কিংবা বিক্রি করেন না। পশু-পাখির প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকেই তিনি এটা করেন।

সাত্তার প্রতি জোড়া পাখি ১৫ থেকে ২০ পাউন্ডে বিক্রি করেন। এ যাবতকালের সবচেয়ে দামি যে পাখি তিনি বিক্রি করেছেন তার মূল্য বাংলাদেশি টাকায় ১৬ কোটি ১৫ লাখ (১৯ লাখ ডলার)। সেটা ছিল একটি রেসিং কবুতর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ