বিএনএ, স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ১৭তম আসরের গ্রুপ পর্বের এক ম্যাচ বাকী থাকতেই সুপার ফোরের চার দল চূড়ান্ত হয়েছে।
‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা।
‘এ’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। আজ ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এ ম্যাচে বিশাল ব্যবধানে না হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ভারতের। ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ পাকিস্তান।
৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ।
সুপার ফোরে ২০ সেপ্টেম্বর শ্রীলংকা, ২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সুপার ফোরের সূচি:
২০ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, দুবাই, রাত ৮:৩০
২১ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান, দুবাই, রাত ৮:৩০
২৩ সেপ্টেম্বর : পাকিস্তান-শ্রীলংকা, আবু ধাবি, রাত ৮:৩০
২৪ সেপ্টেম্বর : বাংলাদেশ-ভারত, দুবাই, রাত ৮:৩০
২৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, দুবাই, রাত ৮:৩০
২৬ সেপ্টেম্বর : ভারত-শ্রীলংকা, দুবাই, রাত ৮:৩০
২৮ সেপ্টেম্বর : ফাইনাল, দুবাই, রাত ৮:৩০
বিএনএনিউজ/এইচ.এম।