17 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তান-তালেবানের আজকের খবর(আপডেট)

আফগানিস্তান-তালেবানের আজকের খবর(আপডেট)

আফগানিস্তানের খবর

বিএনএ, বিশ্বডেস্ক : বৃহস্পতিবার(১৯ আগস্ট),লাইভ আপডেট ফ্রম আল-জাজিরা।

গত রোববার তালেবান কর্তৃক আফগানিস্তান দখল করার পর থেকে দেশটিতে কার্যত কোন সরকার নেই। সেখানে অন্তবর্তীকালীন প্রশাসন নিরব রয়েছে।তারা তালেবানের নিকট ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন। তালেবানও সরকার গঠনের এবং পুরো দেশের সার্বিক নিয়ন্ত্রণ নিতে কাজ করছে। সূত্র : আলজাজিরা

তালেবানের আজকের খবর:

> আফগানিস্তানের পতাকা নিয়ে দেশটির ১০২তম স্বাধীনতা দিবস উদযাপনকালে সংঘবদ্ধ জনতার ওপর তালেবান সদস্যরা গুলি বর্ষন করলে কমপক্ষে ২জন নিহত ও ১০জন আহত হয়। বৃহস্পতিবার সকালে আসাদাবাদ শহরে এ ঘটনা ঘটে। তালেবানরা দাবি করেন, স্থানীয় জনতা প্রথমে একজন তালেবানযোদ্ধাকে ছুরিকাহত করলে ঘটনার সূত্রপাত হয়।

> সাংবাদিকদের বাড়ি ঘর তল্লাশি, তাদের ওপর তালেবানদের হামলা  দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো। The Committee to Protect Journalists বলেছে, গত কয়েক দিনে তালেবানরা কমপক্ষে ৪জন সাংবাদিককে মারধর করেছে। বহু সাংবাদিকের বাড়ি তল্লাশী চালিয়েছে।

> আফগানিস্তানে ব্যাপক খাদ্য সংকট ও মানবিক বিপর্যয় দেখা দিতে পারে-জাতিসংঘ।

> ইউএস, ইউকে এবং ন্যাটোর সামরিক বাহিনীর সাথে যে সব আফগানরা কাজ করেছে, তালেবানরা তাদের তালিকা নিয়ে খুঁজছে। বিমান বন্দরসহ বিভিন্ন এলাকায় তল্লাশী চালাচ্ছে। ২০বছর ধরে তালেবানদের সাথে যুদ্ধ করেছে ওই সব বহুজাতিক বাহিনী। জাতিসংঘের এক গোয়েন্দা রিপোর্টে এ তথ্য জানানো হয়।

>আফগানিস্তানের  জাতীয় পতাকা পরিবর্তিত হচ্ছে। তালেবান শাসকরা দেশটির  জাতীয় পতাকা, নতুন  সাদা কাপড়ে কলেমা  লেখা : ‘লা ইলাহা  ইল্লাহ, মুহাম্মদুর রাসুল্লাহ’  জাতীয় পতাকা  প্রবর্তন করতেন যাচ্ছেন।

>সিনিয়র তালেবান নেতা রয়টার্সকে জানিয়েছেন, তালেবানের সবোর্চ্চ নেতা হাইবাতউল্লাহ আখুন্দাজার নেতৃত্বে আফগানিস্তানে নতুন সরকার গঠিত হতে পারে।

>The European Union’s foreign policy chief Josep Borrell বলেছেন, তালেবানরা যে ক্ষমতা দখল করতে পারে সে রকম কোন আগাম সতর্কবার্তা বা গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হয় নি। এটা নিছক আকস্মিক বিপর্যয়।

>মার্কিন গোয়েন্দা সংস্থা এর আগে জানিয়েছিল তালেবানরা ৩০দিনের মধ্যে কাবুল আক্রমন ও ৩মাসের মধ্যে দখল করতে পারে।

>তালেবানরা আজ বৃহস্পতিবার(১৯ আগস্ট) দেশটিতে স্বাধীনতা দিবস উদযাপন করছে। মুখপাত্র জানান, ১৯১৯ সালের এ দিনে তারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল। এর আগে আফগানিস্তান ব্রিটিশ শাসনাধীন ছিল।

> পাকিস্তান দেশটিতে আসা আফগানদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে।

>সকল মার্কিন নাগরিক আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত(৩১ আগস্ট) কাবুলে মার্কিন সেনারা থাকবে- বাইডেন

> হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালাবার তথ্য অস্বীকার করেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি, তিনি বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন।

>  ১২ জন নিহত হবার পর তালেবান জনগণকে  কাবুল বিমান ত্যাগ করার আহবান জানিয়েছে ।

> আফগান পরিস্থিতিতে  ইতালি বিশেষ  জি ২০ শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

> আফগানগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট   আমরুল্লাহ সালেহ এক টু্ইট বার্তায়  তালেবা্ন বিরোধী বিক্ষোভকারীদের স্যালুট জানান।

বিএনএনিউজ২৪, ওজি, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ