21 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোদালিয়া প্রাইমারী স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হাটগোপালপুর রাইচরণ তারিনী চরণ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে কোদালিয়া প্রাইমারী স্কুলের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় মিজানুর। এতে সে গুরুতর আহন হয়। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার বেলা দুইটার দিকে মারা যায়।

বিএনএনিউজ/আতিক টুটুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ