32 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » আরাভ নামে আমি কাউকে চিনি না: বেনজীর

আরাভ নামে আমি কাউকে চিনি না: বেনজীর


বিএনএ, ঢাকা : পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে চেনেন না বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ।শনিবার (১৮ মার্চ) বিকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে পুলিশের সাবেক আইজিপি বলেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না । আমার সঙ্গে তার, এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।

আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয় । আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা। ’

উল্লেখ্য, রবিউল ২০১৮ সালে পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার ফেরারি আসামি। গত ২০২০ সালে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে জালিয়াতির মাধ্যমে সেখানকার পাসপোর্ট নেন, যাতে নাম দেন আরাভ খান। বর্তমানে দুবাইয়ে অবস্থান করার পাশাপাশি সেখানে স্বর্ণের ব্যবসা করছেন তিনি। তারই সোনার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে দুবাই যান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ