32 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কঙ্গোয় গণকবরে ৪৯ মরদেহের সন্ধান

কঙ্গোয় গণকবরে ৪৯ মরদেহের সন্ধান

কঙ্গোয় গণকবরে ৪৯ মরদেহের সন্ধান

বিএনএ, বিশ্বডেস্ক : কঙ্গোর ইতুরি প্রদেশে গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে ৪৯টি মরদেহ মিলেছে।  জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মুখপাত্র ফারহান হক জানান, পাশাপাশি দুইটি গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ন্যায়ামামবা গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৪২টি মরদেহ। এরমধ্যে ছয়টি শিশু। অন্যদিকে পার্শ্ববর্তী এমবোগি গ্রামে উদ্ধার হয়েছে বাকি সাতটি মরদেহ।

ফারহান হক কো-অপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো নামে একটি সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করে বলেন, বেসামরিক মানুষের ওপর হামলার জন্য গোষ্ঠীটি জড়িত থাকতে পারে। এ ঘটনায় তদন্তের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।

কঙ্গোর এই অঞ্চল বরাবরই উত্তেজনাপ্রবণ এলাকা। একাধিক চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠী এখানে সক্রিয়।

গত কয়েক মাসে কঙ্গোয় সংঘর্ষ অনেক বেড়েছে।  দেড় মাসে মোট নিহত হয়েছেন ১৯৫ জন। শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতিতেও কীভাবে এই ঘটনা ঘটেই চলেছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ