বিএনএ, বান্দরবান : বান্দরবানে প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে বান্দরবান-চিম্বুক-নীলগিরি এবং বান্দরবান মেঘলা-নীলাচলে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য্য ।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় এ ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।
তিনি বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গতকাল রোববার এই বাস নীলগিরিতে পরীক্ষামূলকভাবে চালানো হয়।
তিনি আরো বলেন, জেলার হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে জেলা শহরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার শহরে ফিরবে । এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের উপরে বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০টাকা এবং মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী