25 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা:ওবায়দুল কাদের

বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা:ওবায়দুল কাদের

বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা:ওবায়দুল কাদের

বিএনএ ঢাকা: দে‌শের গণতন্ত্র ধ্বংস কর‌তে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট কর‌তে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হ‌য়ে‌ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রংপু‌রের পীরগ‌ঞ্জে জে‌লেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার এক‌টি উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৮ অক্টোবর) সকা‌লে বনানী কবরস্থা‌নে শেখ রা‌সেলের জন্মবার্ষিকী উপলক্ষে তার কব‌রে শ্রদ্ধা জানা‌নোর ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন, বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। তারা অপপ্রচার ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। ফেসবুকের অপপ্রচার থেকে রংপুরে হামলা হয়েছে, অপপ্রচার ছড়িয়ে তারা দেশে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এসব বিষ‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সবসময় খোঁজ-খবর রাখ‌ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দেশজুড়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে ডালপালাসহ উপড়ে ফেলতে হবে। গত ১২ বছরে কোথাও কোনো হামলা হয়নি। কিন্তু এবার পরিকল্পিতভাবে হামলা করছে। ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৭৫ থেকে হত্যা ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা তার উত্তরাধিকার বহন করে চলছে বিএনপি। পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক হত্যাকাণ্ডে এতো নৃশংসতম ঘটনা ঘটেনি। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছে ’৭৫-র পনেরো আগস্ট। যে হত্যাকাণ্ডের টার্গেট ছিল অবলা নারী, রাসেলের মত অবুঝ শিশু, অন্তঃসত্ত্বা নারী। পৃথিবীর কোন হত্যাকাণ্ডে কোন অবুঝ শিশু টার্গেট হয়নি। অথচ ’৭৫ এ বঙ্গবন্ধুর এই কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকেও হত্যা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ