35 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে সিরিজে মোট ৫ ম্যাচে খেলেছেন মোস্তাফিজুর রহমান। তাতে ২৮ গড়ে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি এ পেসার। দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির র‍্যাঙ্কিংয়েও বেশ এগিয়েছেন কাটার মাস্টার। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে শীর্ষ দশে চলে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন তাইজুল ইসলামও। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ১৮ ধাপ এগিয়েছেন বাঁহাতি স্পিনার। ৩৩ বর্ষী স্পিনার এখন আছেন ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে।

মোস্তাফিজ, তাইজুলের উন্নতির দিনে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিনি দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন ডানহাতি অফস্পিনার। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে এখনও সেরা অবস্থানে রয়েছেন তিনি।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৫ রানের ইনিংস খেলে আফিফ হোসেন ধ্রুব উঠে এসেছেন ৮৫তম স্থানে। সেই ম্যাচে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ