31 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে ৫ জঙ্গির ১৫ বছরের কারাদণ্ড

জামালপুরে ৫ জঙ্গির ১৫ বছরের কারাদণ্ড


বিএনএ ডেস্ক:জামালপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় পাঁচ সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালতের বিজ্ঞ স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ আগস্ট জামালপুর সদর উপজেলার বন্ধ চিথলিয়া গ্রামের আজিজুল হকের বাসায় নাশকতা কর্মকাণ্ড চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় র‍্যাব-৯ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় লোহার পাইপের শর্ট পিস, কাঁচের বোতল এবং বিপুল পরিমাণ সংগঠনের জেহাদী বই জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে র‍্যাবের ডিএডি এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে জামালপুর সদর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে চার জন আসামি উপস্থিতি ছিলেন। একজন পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ‌্যাডভোকেট খাজা আলম।

Loading


শিরোনাম বিএনএ