33 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

সাতকানিয়ায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

বিএনএ,সাতকানিয়া(চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২০২৪) সকালে সাতকানিয়ায় অবস্থিত বিজিবি’র একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র বায়তুল ইজ্জতের বাস্কেট বল গ্রাউন্ড মাঠে প্রায় ২ শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, ডেপুটি কমান্ড্যান্ট কর্ণেল মোঃ মারুফুল আবেদীন, লেঃ কর্ণেল মহিব্বুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর মোঃ সাহেদুল ইসলাম ভূঁইয়া, সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, সুবেদার মেজর মোঃ হেলাল উদ্দিনসহ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি’র সদস্যগণ।

চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, স্বল্প পরিসরে আমরা বিজিবি’র পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী শুরু করেছি। এবার শীতের প্রকোপটা একটু বেশি। এখানকার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের চেষ্টা করেছি। বলা যায় এটা অসহায় মানুষের পাশে থাকার আমাদের ক্ষুদ্র প্রয়াস।

বিএনএ,এসএমএনকে, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ