33 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » আইফোন চুরি করল বানর, ঘুষের বিনিময়ে উদ্ধার!

আইফোন চুরি করল বানর, ঘুষের বিনিময়ে উদ্ধার!


বিএনএ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা ও বৃন্দাবনে বানরের উৎপাত খুবই সাধারণ। সেখানে মানুষের হাত থেকে যেকোন কিছু ছিনিয়ে নিয়ে যায় বানর। বৃন্দাবনে এবার অন্যরকম ঘটনা ঘটল। এক ব্যক্তির হাত থেকে আইফোন ছিনিয়ে নিলো বানরের দল। সেটা উদ্ধার করতে গিয়ে দিতে হলো ‘ঘুষ’। ঘটনাটি বেশ মজার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ জানুয়ারি বৃন্দাবনের শ্রী রাঙ্গনাথ জি মন্দিরে এই ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর বসে আছে দুটি বানর। একটির হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তারা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। তখনি নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন মোবাইল ফোনটি।

ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে।

ইনস্টাগ্রামে বিকাশ নামের এক ব্যক্তি সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’

অনেকে বলছেন, বানরেরা বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে।

আরেকজন লিখেছেন, ‘কীভাবে খাবার পাওয়া যাবে, সেই নতুন বুদ্ধি এঁটেছে বানরের দল।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ