33 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল খুন:৮০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল খুন:৮০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল খুন: ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিনসহ জ্ঞাত-অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহার নামীয় ২৭ নম্বর আসামি স্বপন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন বেপারী টাঙ্গাইল জেলা সদরের বেপারী পাড়া দেলদুয়ার রোড এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে।

এর আগে রোববার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন, তার  তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফলাফল নিতে যান বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। ফলাফলে তাকে বিজয়ী ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনসহ অন্যান্য আসামিরা বাদীর বাবাকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরদিন থেকেই সাহেদনগর বেপারি পাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। মামলার অধিকাংশ আসামির বাড়ি এ গ্রামটিতেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রোববার রাতে মামলা দায়েল করেছেন।মামলার ২৭ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, দ্রুতগতিতে মামলার তদন্তকাজ এগিয়ে চলছে। দ্রুত ভাল ফলাফল দেয়া সম্ভব হবে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ফেরদৌস রবিন,আরকেসি

Total Viewed and Shared : 136 


শিরোনাম বিএনএ