22 C
আবহাওয়া
৬:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » তেঁতুল পেলে সব ভুলে যান দীপিকা

তেঁতুল পেলে সব ভুলে যান দীপিকা

দীপিকা

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রী হঠাৎ শুকনো লঙ্কা মাখানো কাঁচা আমের ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ জড়ো হয়েছিল ২০ লাখের মতো। দীপিকা যে আচার ভালোবাসেন, তা কে না জানে!

দীপিকার তেঁতুলপ্রীতি নেট দুনিয়ার আলোচনার বিষয়। পাকা তেঁতুল, কাঁচা আম বা টক-ঝাল আচার পেলে লিপস্টিকের কী খবর, সেই খোঁজ রাখেন না দীপিকা।

আর বিষয়টি অন্য কোনো সূত্র থেকে নয়, দীপিকা নিজেই জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। নিজের পছন্দের খাবারের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

আর সেখানে জানিয়েছেন, তেঁতুলসহ যেকোনো টক খাবারের নাম শুনলে অন্যদের যেমন হয়, তারও ঠিক তেমনটাই হয়। বাড়িতে বানানো দক্ষিণ ভারতীয় খাবার খুবই পছন্দ দীপিকার। ভাতের সঙ্গে চাটনি তার লাগবেই।

এদিকে, ২৫০ কোটি রুপি বাজেটের ‘ফাইটার’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন হৃতিক রোশনের বিপরীতে। সব ঠিক থাকলে, দীপিকার সঙ্গে এটাই হবে হৃতিকের প্রথম ছবি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ