26 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

বিএনএ ডেস্ক : বিজয় দিবস ও  সাপ্তাহিক ছুটিতে  লাখো পর্যটকের ঢল নেমেছে  কক্সবাজার সমুদ্র সৈকতে । তিলধারণের ঠাঁই নেই সৈকতে। তিনদিনের ছুটিতে লোকারণ্য কক্সবাজার সৈকত।সকাল পেরিয়ে বিকেল-সন্ধ্যা এমনকি রাতেও লোকারণ্য সৈকত। সৈকতের বালিয়াড়ি ও পর্যটন স্পটগুলোতে যেন তিলধারণের ঠাঁই নেই।

সংশ্লিষ্টরা এ ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে সাত লাখের বেশি পর্যটকের উপস্থিতি আশা করছে।  এসময়ে ৫০ কোটি টাকার বেশি বাণিজ্যের আশা করছেন তারা।

দেখা যায়, কক্সবাজারের প্রায় সাড়ে ৪ শ  হোটেল -মোটেল পর্যটকে পূর্ণ। সবে আবাসিক হোটেল বুকিং হয়ে গেছে।  সিএনজি অটোরিকশায় বাইপাস সড়ক, কলামতী ডলফিন মোড়, হোটেল-মোটেল জোন, লাবণী, শৈবাল সড়ক ঢেকে যায়। তীব্র যানজটে নাকাল পর্যটন নগরী কক্সবাজার।

এদিকে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো।

ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন। বুধবার থেকে পর্যটকরা কক্সবাজারে প্রবেশ করতে শুরু করেছেন। অনেক আগেই বুকিং হয়ে যায় পর্যটনকেন্দ্রিক সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট।করোনা কালের ক্ষতি কাটাতে এভাবে পুরো মৌসুম ভর্তি থাকুক এমনটিই আমাদের কাম্য।

কক্সবাজার ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য ও দিগন্ত ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ইয়ার মোহাম্মদ বলেন, শুধু কক্সবাজার নয়, ইনানী-হিমছড়ি, সেন্টমার্টিনসহ সব পর্যটন স্পটে পর্যটকের উপস্থিতি বেড়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সৈকতের সব পয়েন্টে মানুষের ভিড়। সুগন্ধা, লাবনী ও কলাতলী পয়েন্টে পর্যটক সমাগম বেশি হয়। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে সর্বদা সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ