27 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের

বিএনএ, বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ১২৯ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময় ডেঙ্গু আক্রান্ত আরও ২৮১ জন ভর্তি হয়েছেন।

আর এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৪১ জন রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার মুক্তা বণিক (৪৬), বাবুগঞ্জ উপজেলার কোলচরের সুকলা মিস্ত্রি (২০) ও বরগুনার আমতলী উপজেলার আসমা (৩৩) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের “গণহত্যা” “অবিলম্বে” বন্ধ করুন- আয়াতুল্লাহ আলি খামেনি

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৮১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৩৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ২৯১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ